রাখালের মানত
লিখেছেনঃ সাবিনা তাসবীব (নবম শ্রেনী)
একদিন এক রাখালের একটা গরুর বাছুর হারিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও বাছুরটাকে পাওয়া গেল না। তখন সে একটা ছাগলছানা নিয়ে চলল সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মানত করতে যদি সৃষ্টিকর্তার দয়ায় বাছুরটা পাওয়া যায়।সে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাখাল দেখতে পেল এক সিংহ ঝরনার ধারে তার হারানো বাছুরটাকে থাবার মধ্যে নিয়ে বসে আছে। রাখাল বুঝতে পারল, বাছুরটা সিংহের মুখেই গেছে। সৃষ্টিকর্তার নামে মানত করে ছাগলছানাটাও লোকসান হবে এখন। সৃষ্টিকর্তার নামে মানত করা বৃথা। সে তখন আকাশের দিকে হাত তুলে বলতে লাগল, ‘হে সৃষ্টিকর্তার , বাছুরটা ফিরে পাওয়ার জন্য তোমার নামে ছাগলছানা মানত করেছিলাম। বাছুর চোরকে আমি দেখতে পেয়েছি, এবার সিংহের থাবা থেকে বাছুরটাকে তুমি উদ্ধার করে দাও। আমি মানত করছি তা হলে একটা গাভী তোমার নামে মানত করব। হে সৃষ্টিকর্তা, তুমি আমার বাছুরটাকে ফিরিয়ে দাও।’
শিক্ষনীয় : বিপদ-মুক্ত হওয়ার জন্য মানুষ সৃষ্টিকর্তার নামে অনেক কিছু মানত করার শপথ করে। কিন্তু বিপদ কেটে গেলে নানা কৌশলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।