গর্বিত কাক
লিখেছেনঃ আর্শিল আদীদ ঐতিহ্য (৭ম শ্রেনী)
একদিন এক মুরগি তার ছানাদের নিয়ে শস্যদানা খাচ্ছিল। মোরগ পেছন থেকে তাদের ওপর নজর রাখছিল। এক দুষ্টু কাক মোরগীর ছানার লোভে সেখানে উড়ে এলো। তার মতলব বুঝতে পেরে মোরগ ছুটে এসে কাককে ডানার ঝাপটা মারতে লাগল। কাকও তেড়েফুঁড়ে মোরগকে নিয়ে ক্ষেপে গেল। এমনি করে কাকে- মোরগে লড়াই বেঁধে গেল। এই সুযোগে মুরগি তার ছানাদের নিয়ে পালিয়ে ঝোপে ঢুকে গেল। কাকের সঙ্গে লড়াইয়ে মোরগ কিছুতেই পেড়ে উঠতে পারল না। কিছুক্ষণ লড়াই করে ক্ষত-বিক্ষত হয়ে সে পালিয়ে এক কুঠুরিতে আশ্রয় নিল। মোরগ পালিয়ে গেলে যুদ্ধজয়ের আনন্দে ও গর্বে কাক কা কা করে চিৎকার করে একটা পাচিলের ওপরে গিয়ে বসল। তারপর সেখান থেকে তার জয়ের কথা চিৎকার করে বলতে লাগল। এক চিল মোরগকে ধরার ফিকিরে ছিল। তাকে কোথাও দেখতে না-পেয়ে পাঁচিলের ওপর থেকে আচমকা কাককেই ছোঁ মেরে নিয়ে গেল। পরাজিত হয়েও অন্ধকার কুঠুরিতে আশ্রয় নেওয়ার জন্য মোরগ বেঁচে গেল।
শিক্ষনীয় : গর্বিত লোকের অহংকার যেমন সৃষ্টিকর্তা সহা করেন না তেমনি বিনয়ী লোককে তিনি বিপদ থেকে রক্ষা করেন।