লিখেছেনঃ রাহাত বিনতে আলম (৬ষ্ঠ শ্রেনী)
একটি বিলে দুটো টাকি মাছ ছিল। বর্ষার মৌসুমে পানির সাথে তারা চলে আসলো একটি জমিতে। সুখেই কাটছিল তাদের সংসার। কিছুদিন পর জমি থেকে পানি নেমে গেল। জমির মধ্যে আটকা পড়ে গেল মাছ দুটো। আসন্ন বিপদ বুঝতে বাকি রইল না তাদের । স্ত্রী মাছটি বলল— হায়, এখন কি হবে আমাদের? আমরা তো পানির অভাবে মরে যাব। স্বামী মাছটি বলল- – আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তিনি নির্ধারণ করে রেখেছেন কিভাবে আমরা মারা যাবো। তাঁর উপর ভরসা রাখ। এদিকে ঐ জমিতে এক রাখাল আসল ঘাস কাটতে। মাছ দুটো দেখে ধরে নিয়ে গেল বাড়িতে। তার মাকে দিল রান্না করতে। রাখালের মা বাড়ির উঠানে বটি নিয়ে বসলো মাছ কাটতে। এবার স্ত্রী মাছটি কাঁদতে কাঁদতে বলল – এবার কি হবে? এখন তো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে। স্বামী মাছটি আবারো একইভাবে ধৈর্যধারণ করতে বলল। এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে রান্নাঘরে গেল। ঠিক তখন একটি চিল এসে ছোঁ মেরে নিয়ে গেল মাছ দুটো। এতে স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বলল— এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বলল— এতোগুলো বিপদ থেকে যে আল্লাহ আমাদের বাঁচালেন, তিনিই বাঁচাবেন। আল্লাহর উপর ভরসা রাখো। এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিল, তখন অন্য দিক থেকে আরেকটি চিল এসে মারামারি শুরু করল। আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছ দুটো পড়ে গেল চিলের পা থেকে এসে পড়ল বিশাল নদীতে। ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছ দুটো মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাল ।